Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাতে নৌ-পথে দুর্ঘটনা এড়াতে চাঁদপুরে ১৫ বাল্কহেড জব্দ, আটক-৪৫

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৪২ পিএম

রাতের বেলা নৌ-পথে দুর্ঘটনা এড়াতে অবৈধভাবে চলাচলকারী বালুবাহী বাল্কহেডের বিরুদ্ধে বিশেষ অভিযান করেছে চাঁদপুর নৌ পুলিশ। সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর মোহনপুর ও তার আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ১৫টি বাল্কহেড, ২টি নৌকা জব্দসহ ৪৫ জনকে আটক করা হয়। অভিযানে চাঁদপুর নৌ থানাসহ চারটি ফাঁড়ির পুলিশ সদস্যরা একযোগে অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, দুর্ঘটনা রোধে রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। তাছাড়া অনেক বাল্কহেডে প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক নেই। ফলে বাল্কহেডগুলো রাতের বেলা যাত্রীবাহীসহ অন্যান্য নৌ যানের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এতে প্রায়ই দুর্ঘটনার খবর পাওয়া যায়।

তিনি আরো বলেন, রাতের বেলায় পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় আইন অমান্য করে বাল্কহেড চলছিল। তা প্রতিরোধ করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫টি বাল্কহেড ও ৩৩ জনকে আটক করা হয়। এছাড়াও অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধন করার অপরাধে ২টি নৌকা ও আরো ১২ জন জেলে আটক করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ