Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হৃদয় নিংড়ানো উচ্ছ্বাস নিয়ে প্রিয় স্বপ্নিল ক্যাম্পাসে দক্ষিণাঞ্চলের ছাত্র-ছাত্রীরা

নাছিম উল আলম | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৯ পিএম

প্রাণভরা উচ্ছ্বাসে টানা এক মাস পরে বরিশাল ও পটুয়াখালী বিশ^বিদ্যালয় সহ দক্ষিণাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরল ছাত্রÑছাত্রীরা। করোনা মহামারীর তৃতীয় ঢেউ কাটিয়ে ফের উচ্ছ্বাস ভরা ছাত্র-ছাত্রীদের চীরচেনা ক্যাম্পাসে ফিরে পেয়ে খুশি শিক্ষক মন্ডলীও। গত ২০ জানুয়ারী থেকে সারা দেশের মত বরিশাল ও পটুয়াখালী বিশ^বিদ্যালয় সহ দক্ষিণাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। মঙ্গলবার থেকে প্রাথমিক বাদে দেশের সব সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে।
সকাল থেকেই বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের সবগুলো জেলা উপজেলা থেকে শুরু করে গ্রমেগঞ্জের ১ হাজার ৬৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ২২৮টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১৬৭টি বিভিন্ন ধরনের মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের আগমন শুরু হয়। দীর্ঘদিন পরে পড়ার সাথীদের দেখা পেয়ে উচ্ছাস ধরে রাখতে পারেনি বেশীরভাগ শিক্ষার্থীই। শিক্ষক-শিক্ষার্থীরা প্রাণপ্রিয় ছাত্রÑছাত্রীদের নিয়ে ক্লাসে বসতে পেরে আবেগ আপ্লুত।
এরইমধ্যে অনেক অনিশ্চিত অপেক্ষার অবসান ঘটিয়ে ছাত্রÑছাত্রীদের কোলাহলে আবার মুখরিত হয়ে উঠেছে বরিশাল ও পটুয়াখালী বিশ^বিদ্যালয় সহ সবগুলো ক্যম্পাস। পুরনো বন্ধুদের কাছে পেয়ে এবং প্রিয় ক্যাম্পসে ফিরতে পেরে বেশীরভাগ ছাত্রÑছাত্রীই যথেষ্ঠ উচ্ছসিত। অনেকেই প্রিয় বন্ধুদের কাছে পেয়ে জড়িয়ে ধরে মুখ ভরা হাসির সাথে চোখের পানিও ধরে রাখতে পারেনি। প্রিয় বন্ধুরা সব সময়ই অতি কাছের। তবে করোনা মহামারীর সতর্কতায় মাস্ক পড়ে এবং শ্রেণী কক্ষে দুরত্ব বজায় রেখেই বসতে হয়েছে। স্বাস্থ্যবিধি অনুসরনে শিক্ষা প্রতিষ্ঠানে নানা নির্দেশনাও টানান হয়েছে।
দক্ষিণাঞ্চলে করোনা মহামারী পরিস্থিতির উন্নতি হলেও তা দেশ ছেড়ে যায়নি এখনো। তাই কতৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মাস্ক পরিধান সহ সব ধরনের স্বাস্থ্যবিধি অনুসরনে বরিশাল বিশ^ বিদ্যলয়ের ভিসি ড. মোঃ সাদেকুল আরেফিন সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। ক্লাশ শুরুর প্রথম দিনেই পরিক্ষা বা ক্লাসের পরে অনেক ছাত্রÑছাত্রীকেই ক্যম্পাসের বিভিন্নস্থানে পুরনো আড্ডায় মেতে উঠতেও দেখা গেছে। তবে দক্ষিনাঞ্চলের দুটি বিশ^বিদ্যলয় খুললেও রোববার থেকে নতুন রুটিনে পুরোদমে ক্লাশ শুরু হবে।
তবে করোনার চোখ রাঙানী সহ অনেক বাধা বিপত্বি অতিক্রম করেই প্রায় ১৪ হাজার ছাত্রÑছাত্রীকে নিয়ে বরিশাল ও পটুয়াখালী বিশ^বিদ্যলয় ক্যম্পাস ফিরেছে তার সরূপে। দক্ষিণাঞ্চলের ১ হাজার ৬৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ২২৮টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও ১৬৭টি বিভিন্ন ধরনের মাদ্রাসার প্রায় ২ লাখ ৮৫ হাজার ছাত্রÑছাত্রী মঙ্গলবার থেকে সরকারী বিধি অণুযায়ী পর্যায়ক্রমে ক্লাস করবে। এর বাইরে বরিশাল ও পটুয়াখালী বিশ^বিদ্যালয় ছাড়াও এ দুটি জেলায় মেডিকেল কলেজ ,বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ¯œতক ও ¯œাতক সম্মান পর্যায়ের আরো বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষাধীক ছাত্রÑছাত্রীও ক্লাসে ফিরেছে।
তবে দক্ষিণাঞ্চলের এ বিপুল সংখ্যক ছাত্রীর মধ্যে এ পর্যন্ত প্রায় ৪ লাখকে প্রথম ডোজ এবং মাত্র ৬৫ হাজারের মত দ্বিতীয় জোজের ভেকসিন দেয়া সম্ভব হয়েছে। কতৃপক্ষ চলতি মাসের মধ্যে প্রায় সব ছাত্রÑছাত্রীকে প্রথম ডোজ এবং অন্তত ১ লাখকে দ্বিতীয় ডোজের আওতায় আনার লক্ষে কাজ করছেন বলে জানা গেছে।
আগামী ১ মার্চ থেকে এ অঞ্চলের ৬ জেলার ছয় হাজার ২৫১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১০ লাাখ ৩২ হাজার ছাত্রÑছাত্রীও শ্রেণী কক্ষে ফেরার কথা। তবে এ অঞ্চলে করোনা পূর্বকালীন বেসরকারী ৬৩২টি কিন্ডার গার্টেন স্কুলের বেশীভাগেরই এখন আর কোন অস্তিত্ব না থাকায় তার বিপুল সংখ্যক ছাত্রÑছাত্রীদের পড়াশোনা এখনো অনিশ্চিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ