Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় পরিত্যক্ত অবস্থায় সহস্রাধিক রাইফেলের গুলি উদ্ধার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ২:৪৮ পিএম

খুলনা মহানগরীরি টিবি বাউন্ডারি রোডের একটি ভবন নির্মাণের জন্য মাটি খোড়ার সময় পরিত্যক্ত অবস্থায় সহাস্রাধিক থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নগরীর টিবি বাউন্ডারি রোডে ইফতেখার আহমেদের ভবনের পিছনে বিলকিস বেগমের পরিত্যক্ত জায়গায় ভবন নির্মাণের জন্য মঙ্গলবার মাটি খুঁড়ছিল শ্রমিকরা। বেলা ১২ টার দিকে শ্রমিকেরা কাজের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের গুলি দেখতে পায়। খবর পেয়ে ভবনের প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে এসে গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি মাটিতে পতে রাখা হতে পারে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, পরিত্যক্ত অবস্থায় প্রায় এগারো শ' গুলি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে-১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় এসব গুলি মাটিতে পুতে রাখা হতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ