বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টানা এক মাস এক দিন পর আজ মঙ্গলবার খুলেছে খুলনাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রিয় প্রতিষ্ঠানে যেতে পেরে খুবই খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুলে আসতে পেরে তারা যেন শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছে। স্কুলে স্কুলে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের।
রুটিন কিছুটা কাটছাট করায় শতভাগ শিক্ষার্থী উপস্থিতি আপাতত নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা’র খুলনা বিভাগীয় উপ পরিচালক এস, এম, আব্দুল খালেক। তিনি জানান, মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী সশরীরে ক্লাস ও অনলাইনে ক্লাস একই সাথে চলবে। খুলনা বিভাগে ২ হাজার ৬০১ টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে প্রধম ডোজ গ্রহণ করেছে শতকরা ৯৯ দশমিক ৬ ভাগ এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৭০ ভাগ। বিদ্যালয়গুলোতে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দেয়া ২০ দফা নির্দেশনা বাস্তবায়নে সব স্কুলকে নির্দেশ দেয়া হয়েছে।
যশোরের নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রূমী জানান, শিক্ষার্থীরা হচ্ছে আমাদের প্রাণ। দীর্ঘদিন পর তাদের কাছে পেয়ে খুবই ভালো লাগছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল চত্বরে গুমোট পরিবেশ বিরাজ করছিল। আজ আবার মুখরিত স্কুল চত্বর। সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য বিধি মেনে এবং মাস্ক পরিধান করে স্কুলে আসতে বলা হয়েছে।
খুলনা জিলা পুলিশ স্কুলের সহকারি প্রধান শিক্ষক মাকসুমুল হাকিম জানান, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পেয়ে আমরা খুশি। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে আসতে পেরে খুবই খুশি। অভিভাবকরাও অনেকটা নিশ্চিত হয়েছেন। প্রথম দিনে স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।