Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর চৌগাছায় ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৩৭ পিএম

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হাতে ইউপি সদস্য ঠান্ডু বিশ্বাস (৫০) হত্যার শিকার হয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে পাতিবিলা বাজারে এ ঘটনা ঘটে। যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার ও চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠান্ডু বিশ্বাস চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিরাজুল বিশ্বাসের ছেলে এবং এ ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি

নিহতের চাচাত ভাই মুক্তার হোসেন বলেন, ঠান্ডু মেম্বরকে অজ্ঞাতনামা কয়েকজন পাতিবিলা বাজারে ছুরি আঘাত করে পালিয়ে যায়। যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আরো ৬জন আহত হয়েছে।

আব্দুর রশিদ বলেন, ছুরিকাঘাতের শিকার এক ব্যক্তিকে সাড়ে আটটার সময় নিয়ে আসা হলে তাকে মৃত অবস্থায় পাই। তার বুকে, শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ঠান্ডুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ