রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পথ বইমেলা
নাটোর জেলা সংবাদদাতা
নাটোরে একদিনের পথ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের কানাইখালীতে নাটোর প্রেসক্লাবের সামনে এই বইমেলার আয়োজন করে স্থানীয় পত্রিকা দৈনিক প্রান্তজন।
উদ্বোধনী অনুষ্ঠানে দৈনিক প্রান্তজন সম্পাদক সাজেদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, মেয়র উমা চৌধুরী জলি, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, পৌর আ.লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার প্রমুখ।
স্থানীয় লেখক পাঠক মিলন মেলা এ পথ বইমেলা। চতুর্থবারের মতো এই বইমেলার আয়োজন করে প্রান্তজন।
সাংবাদিককে সহযোগিতা
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা
নাটোরের সিংড়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক লতিফ মাহমুদকে আর্থিক সহযোগিতা করা হয়। তিনি দীর্ঘ ধরে ক্যান্সারে ভুগছেন। প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা সিনিয়র এ সাংবাদিকের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন। গত রোববার সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে তার হাতে নগদ অর্থ তুলে দেন প্রেসক্লাব সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা। সাংবাদিক লতিফ মাহমুদ বলেন, নিয়মিত ক্যামো থেরাপি দিয়ে কোন রকমে বেঁচে আছি। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সেই সামর্থ আমার নেই। তিনি দেশের দানশীল হৃদয়বান ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা ও সকলের কাছে দোয়া চেয়েছেন। এসময় প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, সদস্য সোহেল আহমেদ জীবন, আবু জাফর সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
দোকানে দুর্ধর্ষ চুরি
পঞ্চগড় জেলা সংবাদদাতা
পঞ্চগড়ে মায়ের দোয়া নামের একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত রোববার দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার হেলিপোর্ট বাজারে এঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে তালা দিয়ে বাড়ি ফেরেন দোকানি মোছাদ্দেক হোসেন। গতকাল সোমবার সকালে লোক মারফতে ছোটভাই মসলিম উদ্দিন দোকানের তালাকাটা শুনে ফোনে বড়ভাই মোছাদ্দেক হোসেনকে জানান। তিনি এসে দেখেন দোকানে তালা নাই, ভেতরে গিয়ে দেখেন ২৮টি ভ্যানের ব্যাটারি ও ড্রয়ারে রাখা টাকাসহ মালামাল নিয়ে গেছে চোর।
দোকানি মোছাদ্দেক হোসেন জানান, দোকানের তালা কেটে ২৮টি ব্যাটারি ও ড্রয়ারে কিছু টাকা ছিল নিয়ে গেছে চোর। থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, দোকানে চুরির বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।