Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ভাষা শহীদদের প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির শ্রদ্ধা নিবেদন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৮ পিএম

ভাষা আন্দোলনের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতা কর্মীরা।

তারা সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গাইতে গাইতে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং তারা প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, চিত্রনায়ক ফেরদৌস, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহসহ সমিতির অন্যান্য সদস্যরা।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আয়োজনে মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী অঞ্জনা ছাড়া আর কেউ অংশ নেননি।

শ্রদ্ধা জানানো শেষে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি সবাইকে নিয়ে কাজ করতে চেয়েছি। আর সে জন্যই আজকে আমরা একা একা শ্রদ্ধা নিবেদন করতে আসিনি। চলচ্চিত্রের ১৮ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’

প্রসঙ্গত, সমিতের সাধারণ সম্পাদক পদ নিয়ে কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ পরিষদের মধ্যে প্রকাশ্যে কোন্দল চলছে। গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক এই নির্বাচনে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর আপিল বোর্ড তার প্রার্থিতা বাতিল করে নিপুণকে একই পদে জয়ী ঘোষণা করে। তাই পদটি নিয়ে আদালতের দ্বারস্থ হন তারা। আগামী ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ