Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়তি আয়ের জন্য ছিনতাই করতো তারা...

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৮ পিএম

সংঘবদ্ধ হয়ে ছিনতাই করার জন্য প্রস্ততি নেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া

৫ তরুন পুলিশকে জানালো, বাড়তি আয়ের চিন্তা থেকেই তারা এই পথে এসেছে।
সোমবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্বী তার কার্যালয়ে এক প্রেসব্রিফিং জানান,
নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ভাটকান্দী ব্রীজের কাছের একটি নির্জন সেগুন বাগানের ভেতর থেকে ৫ তরুনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তরুণরা হল বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার সাবেক পৌর কাউন্সিলর
ও শ্রমিক নেতা ইব্রাহিম হোসেনের ছেলে ইসতিয়াক হোসেন (২০),একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন বাঁধন (২৫),ঠনঠনিয়া এলাকার ফিরোজ পশারী রানার
ছেলে পারভেজ পশারী (২০), পুরান বগুড়ার আয়নুল হকের ছেলে আহসান হাবিব (২০) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে
তৌহিদুল ইসলাম ( ২০) ।
তাদের হেফাজত থেকে চাইনিজ কুড়াল,ছুরি,পটকা ও ৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা সবাই ধনিক পরিবারের সন্তান।
তবে নিজেদের পকেট খরচার বাড়তি টাকা উপার্জনের জন্য ছিনতাই ও ডাকাতি করতো
বলে পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ