Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভাষা আন্দোলন আমাদের দিয়েছে মায়ের ভাষা আর মহান স্বাধিনতা - সাইফুজ্জামান শিখর এমপি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৪৫ পিএম

বাহান্নর ভাষা আন্দোলন দেশের স্বাধীনতার শিড়ি। ভাষা আন্দোলনই বাংলাদেশের মানুষকে স্বাধীনতার জন্য উদ্ভুদ্ধ করেছিল। যার ফলশ্রুতিতে আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে মাতৃভুমিকে স্বাধীন করেছি। তাই ভাষা আন্দোলন আমাদের দিয়েছে মুখের ভাষা, দিয়েছে স্বাধীনতা। তিনি ভাষা শহীদদের স্মরণ করে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহবান জানান। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদদের স্মরণে সিদ্দিকীয়া কামিল মাদরাসা মিলনায়তনে সোমবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা ১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর একথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডক্টর আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা। বক্তব্য রাখেন জনাব এবিএম মাহফুজুর রহমান প্রিন্সিপাল সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, জনাব মোঃ মনিরুজ্জামান সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন মাগুরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ