Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীরদের প্রতি নেটিজেনদের শ্রদ্ধা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৭ পিএম

আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার দাবিতে অকুতোভয় বাঙালির সহোদর সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকদের মত অগণিত বীরের আত্মত্যাগের নাম একুশে ফেব্রুয়ারি। দিবসটি ঘিরে ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী সকল বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে বিদেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে নেটিজেনরা।

শ্রদ্ধা জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেইসবুকে লিখেছেন, ‘‘একুশ মানে মাথা নত না করা’। রক্ত দিয়ে কেনা আমার বর্ণমালা। ভাষার মাস ফেব্রুয়ারিতে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

ভারতের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক লিখেছেন, ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’ আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা মনের ভাষা, হৃদয়ের ভাষা। এই ভাষার সাথে জড়িয়ে আলাদা আবেগ। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

ভারতের সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি লিখেছেন, ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একাধারে মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন, মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য তাজা রক্ত ঝরে যাওয়া একটি দিন, যেই দিনটার কথা মনে পড়লে এখনও শিহরিত হতে হয় আপামর বাঙালী জাতিকে। যে সকল বীর ভাষা সৈনিক ও শহীদ ভাইদের ত্যাগের কারণে আমরা বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি, তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও অন্তরের প্রণাম।’

জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘যুগে যুগে পৃথিবীর অনেক কিছু হয়তো পাল্টে যাবে। কিন্তু যে ভাষা আমরা অন্তরে বহন করি, তা কোনোদিনই পাল্টাবে না। তাই নিজের মাতৃভাষাকে লালন করি - ভালোবাসি। ভাষার জন্য লড়াই করে জীবন দেওয়া সকল বীর শহীদদের স্মরণ করছি গভীর শ্রদ্ধায়।’

টলিউডের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় লিখেছেন, ‘আমাদের ভাষা, আমাদের গর্ব। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক শুভেচ্ছা...’

চৌধুরী জীবন লিখেছেন, ‘তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি, আজও জালিমদের কারাগারে মরে বীর ছেলে বীর নারী, আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে / জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে, দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি, একুশে ফেব্রুয়ারি /একুশে ফেব্রুয়ারি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাষা আন্দোলন

২১ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
২১ ফেব্রুয়ারি, ২০২২
১৯ ফেব্রুয়ারি, ২০১৯
১৫ ফেব্রুয়ারি, ২০১৯
৮ ফেব্রুয়ারি, ২০১৯
২২ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ