Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে ছাদ থেকে নিচে পড়ে শিশুর মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২৭ পিএম

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ইদ্রিস মিয়ার চারতলা ভবনের ছাদে খেলতে গিয়ে নিচে পড়ে তুষার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তুষারের প্রতিবেশী আম্বিয়া গণমাধ্যমকে বলেন, তুষার তার বয়সী কয়েকজন মিলে ইদ্রিস মিয়ার চারতলা বাসার ছাদে খেলতে যায়। হঠাৎ ছাদ থেকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তুষারের বাবার নাম আঙ্গুর মিয়া।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ