Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা-সিলেট মহাসড়কে থ্রি-হুইলার

চলছে নিষেধাজ্ঞা অমান্য করে

সাদিক মামুন, কুমিল্লা থেকে | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মিরপুর পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় থ্রি-হুইলার যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে এবং আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন অনেকে।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়াপাড়া তুঁতবাগান এলাকায় গত শুক্রবার সকালে ড্রাম ট্রাকের চাপায় মারা গেছেন থ্রি হুইলার বাহন সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী। আহত হয়েছেন দু’জন। তিন চাকার বাহন চলাচলে হাইওয়ে পুলিশের নমনীয়তায় দুর্ঘটনা বাড়ছে এবং মহাসড়কে থ্রি-হুইলার বাড়ছে বলে মনে করেন স্থানীয় অনেকেই।
হাইওয়ে পুলিশ সূত্র জানা যায়, ২০১৫ সালের ২২ জুলাই ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সড়ক তদারক কমিটির এক পর্যালোচনা সভায় মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপর দেশের ২২টি মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশাসহ তিন চাকার যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
কিন্তু কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা ময়নামতি সেনানিবাস এলাকা থেকে মিরপুর পর্যন্ত অন্তত ২০ কিলোমিটার এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার বাহন। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যাই বেশি। ময়নামতি সেনানিবাস, সাবের বাজার, দেবপুর, কংশনগর, জাফরগঞ্জ, চরবাকর, দেবীদ্বার, পান্নারপুল, ভিংলাবাড়ি, কোম্পানীগঞ্জ, ইউসুফপুর, বড়শালঘর, মাধবপুর ও মিরপুর এলাকায় অন্তত শতাধিক সিএনজি অটোরিকশা চলাচল করছে।
ময়নামতি থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘সীমিত জনবল দিয়ে আমরা চেষ্টা করছি মহাসড়ক এলাকায় যাতে থ্রি-হুইলার চলাচল করতে না পারে। তবে হাইওয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দু-একটি মহাসড়কে নেমে আসে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মহাসড়কে তিন চাকার বাহন চলাচল ঠেকানো হবে। নিবন্ধনহীন যানবাহনের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ