Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ কাঁকড়া অবমুক্ত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে রক্তাক্ত ৭টি রাজ কাঁকড়া উদ্ধার করেছে গবেষকরা। গত শনিবার সকালে ভারানির খালে একটি পরিত্যক্ত জাল থেকে এ কাঁকড়াগুলো উদ্ধার করা হয়। পরে অর্ন্তজাতিক গবেষণা সংস্থা ইউএসএইড ইকোফিস ২, ওয়ার্ল্ডফিসের একটি গবেষক টিম প্রাথমিক চিকিৎসা শেষে সৈকতের ঝাউবাগান এলাকা সংলগ্ন সাগরে এসব কাঁকড়া অবমুক্ত করেন। রাজ কাঁকড়ার বৈজ্ঞানিক নাম কার্সিনসকর্পিয়াস রোটানডিকওডা। এ কাকঁড়া নীল ও খুবই মূল্যবান। এগুলো চিকিৎসা বিজ্ঞানে গুরুত্ব অপরিসীম বলে গবেষকরা জানিয়েছেন। ইউএসএইড, ইকোফিস ২ ওয়ার্ল্ডফিস বাংলাদেশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, গবেষণার কাজে সৈকত থেকে গঙ্গামতিতে যাওয়ার পথে ছেড়াজালে আটকানো অবস্থায় এ কাঁকড়াগুলো দেখতে পাই।
তাদের শরীর থেকে রক্ত ঝরছিল। এগুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ