রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আবসরপ্রাপ্ত সেনা সদস্যের পুত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হত্যার বিচারের দাবিতে মাগুরার শালিখার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এক মানববন্ধন অনুষ্ঠত হয়। গতকাল রোববার সকালে শালিখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন-পুরাতন শিক্ষার্থী, অভিভাবক ও সুধি সমাজ এ মানববন্ধনের আয়োজন করে। নাহিদ শালিখার আড়পাড়া বাজারের ওষুধ ব্যবসায়ী আবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. নজরুল ইসলামের পুত্র। তাদের গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামে। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। মিরপুরের একটি ভাড়া বাসায় তাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। আন্দোলনকারীরা এ হত্যার সুষ্ঠ বিচার ও আর যেন কোন মা-বাবার বুক শূন্য না হয় সেই প্রত্যাশা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।