রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নিষিদ্ধ জাল জব্দ
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে উপজেলার মূরালী ও চাঁনখালী খাল থেকে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাধে আনুমানিক সাত লক্ষাধিক টাকা মূল্যের ২ বেহুন্দী জাল ও ২১টি চরঘেরা জব্দ করা হয়েছে। গত শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
ফুটবল প্রশিক্ষণ
নাটোর জেলা সংবাদদাতা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে অনুর্ধ্ব-১৫ খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার সকাল দশটায় নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
পাঁচদিনের প্রশিক্ষণ শেষে ২৪ জন খেলোয়ারদের মধ্য থেকে তিনজন কৃতি ফুটবলার নির্বাচন করা হয়। রাজশাহীতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন শেষে এই তিনজন ফুটবলার পরবর্ত্তীতে সকল জেলার খেলোয়াড়দের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।
জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম জানান, বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১৬ মামলার আসামি আটক
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলা থানায় ১৬ মাদক মামলার আসামি সায়েদ শেখ ওরফে পঙ্কজকে (৫৫) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শরণখোলা থানার ওসি মো. সাইয়েদুর রহমান জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের একটি দল গত শনিবার রাতে অভিযান চালিয়ে মৃত মেছের শেখের ছেলে সায়েদ শেখ ওরফে পঙ্কজকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তার বাড়ি থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। তখন পঙ্কজ পালিয়ে গেলে তার সহযোগী বোন ও ভগ্নিপতিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। সায়েদ শেখ ওরফে পঙ্কজ একজন ভয়ঙ্কর মাদককারবারী। তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে এপর্যন্ত শরণখোলা থানায় ১৬টি মাদক মামলা রয়েছে।
সদস্য সচিবকে অব্যাহতি
মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান হেলাল শিকদারকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা ছাত্রদলের সভাপতি শফিউল বশর উজ্জল ও সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান হেলাল শিকদারকে সংগঠনের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা কমিটি গঠনের পর থেকে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করার কারণেই মূলত তাকে অব্যাহতি দেয়া হয়। তবে ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব দেয়া হয়নি এই প্রেস বিজ্ঞপ্তিতে। দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান হেলাল জানান, আমার এই ব্যাপারে কোন অভিযোগ নাই। জেলা ছাত্রদলের শীর্ষ দুই নেতাকে একাধিক বার কল করা হলেও তারা রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।