Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরে ২৬৫ মাদ্রাসায় মাত্র ৫ টিতে শহীদ মিনার

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৫২ পিএম

যশোর জেলার শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ২৬৫ টি মাদ্রাসার ভিতরে মাত্র ৫ মাদ্রাসায় শহীদ মিনার আছে।

যশোর জেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে কিছু সংখ্যক প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়েও শহীদ মিনার নেই।
যশোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আযম বলেন, জেলার ৫৩৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৪৬টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে।
তিনি আরো বলেন, স্থানীয়ভাবে অনেক বিদ্যালয়ে শহীদ মিনার করা হচ্ছে। এর মধ্যে সরকার সারাদেশে একই ধরনের শহীদ মিনার করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এখনও সিদ্ধান্ত কার্যকর হয়নি।
অন্যদিক ১২৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৪ টি বিদ্যালয়ে শহীদ মিনার আছে।
যশোরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সাথে কথা বলে জানা গেছে ঝিকরগাছা, চৌগাছা, শার্শা, মনিরামপুর, কেশবপুর ও বাঘারপাড়া উপজেলার কোন মাদ্রাসতেই শহীদ মিনার নেই।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ৪৮ মাদ্রাসার ভিতরে মাত্র ১টি মাদ্রাসায় শহীদ মিনার আছে।
অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ২১ মাদ্রাসার ভিতরে ৪টি মাদ্রাসায় শহীদ মিনার আছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ