বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৬জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
রোববার দুপুর ১টায় ফতুল্লার আলীগঞ্জ বেপারি বাড়ি এলাকা রাস্তার পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনায় মারাত্মক আহত আলম (৪০), জজ মিয়া (৫০), সাথী (২০), আসমা (৪০) ও হাসিনা (৩৮)কে ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলম জানান, দুপুর ১টায় রাস্তার পাশে সিলিন্ডার গ্যাস মজুদ করা ছিলো, সেখানে কিছু মানুষ হাঁটাচলা করছিলো। এমন সময় এক ব্যাক্তি সিগারেট ধরাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা দগ্ধ ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছি, গুরুতর যারা তাদের ঢাকা মেডিকেল শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।