Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২০ পিএম

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আরিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশুলিয়ার আরিয়ার মোড় এলাকার এসএআর ইন্টারন্যাশনাল ক্লোথিং কারখানা থেকে ঝুটের মালামাল বের করছিলেন কাইয়ুম নামে এক ব্যবসায়ী। তখন ব্যবসা দখলে নেয়ার জন্য স্থানীয় আমিন মাদবর, সবুজ, রাজু, আরাফাত ও সিজানের নেতৃত্বে ২০-২৫ জন ঝুট ব্যবসায়ী কাইয়ুম ও তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা প্রতিরোধ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রামদা, লাঠি ও ছেনিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা পুলিশ। এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

সংঘর্ষে আহত ঝুট ব্যবসায়ী মো. কাইয়ূম খান বলেন, আমি ২০১৯ সাল থেকে এই কারখানায় লিখিত চুক্তির মাধ্যমে ঝুট ব্যবসা করে আসছি। গত ৬ মাস আগে স্থানীয় আমিন মাতবর ও তার লোকজন জোর করে ঝুট নামাতে চায়। তখন থানায় অভিযোগ দিলে তারা আর ঝামেলা করবেনা বলে জানায়। কিন্তু এতোদিন পর হঠাৎ করে আজকে তারা ১৫-২০ জন অতর্কিতে হামলায় চালায়।

এ বিষয়ে আমিন মাতবর বলেন, এরআগে আমি এই কারখানায় মৌখিকভাবে ঝুট ব্যবসা করেছি। পরে কাইয়ুম ও সবুজসহ চারজনকে ব্যবসা ছেড়ে দেই। কিন্তু কাইয়‚ম ব্যবসার শুরুতে তাদের ভাগ দিলেও। কয়েক সপ্তাহ পরে কাইয়‚ম একাই ব্যবসা চালিয়ে যায় কাউকে কোন ভাগ দেয় না। এ নিয়ে সোমবার থানায় সমাধানের কথা থাকলেও আজকেই কাইয়ুম ও তার লোকজন ঝুট নামাতে শুরু করে। এতে বাঁধা দিতে গেলে এই ঘটনার ঘটে। এসময় আমার ভাতিজাসহ ৪-৫ জন আহত হয়েছে। তারা চিকিৎসা নিচ্ছেন। যদিও আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না বলেন তিনি।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেনেছি কাইয়ূম নামে এক ব্যক্তি কারখানার সাথে চুক্তিবদ্ধ হয়ে ঝুট ব্যবসা করে আসছিলো। ব্যবসা দখল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ