পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দিনের পর দিন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপট কমে আসছে। কমে আসছে রোগীর সংখ্যা ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এরই ধারাবাহিকতা দেখা গেছে। এসময় করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ১৫০ জন। এ সময়ে মারা গেছেন ১৩ জন। একইসাথে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার আট দশমিক ৭১ শতাংশ। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ২৮ হাজার ৯৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে এসময় সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫০৬টি। নমুনা পরীক্ষা হয়েছে ২৪ হাজার ৬৯৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৩ হাজার ৪৬২টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৮ লাখ ৫৫ হাজার ৯৬৫ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ লাখ ২৭ হাজার ৪৯৭টি।
অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫০ শতাংশ।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ সাত জন, নারী ছয় জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৪৮৫ জন, নারী মারা গেলেন ১০ হাজার ৪৫৯ জন। বয়স বিবেচনায় ৬১-৭০ ও ৭১-৮০ বছরের আছেন চার জন করে, ৮১-৯০ বছরের দুই জন, ৩১-৪০ বছর, ৪১-৫০ বছর ও ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন করে।
আধিদফতর আরও জানায়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচ জন। চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের আছেন একজন করে। মারা যাওয়া ১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১২ জন। বাকি একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।