Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধনী দেশগুলোর জলবায়ু-প্রতিশ্রুতি পেছাতে পারে

জার্মানির মিউনিখে পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কাটিয়ে ওঠার জন্য উন্নত দেশগুলো যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি ইউক্রেন সমস্যার কারণে বিলম্বিত হতে পারে। গত শুক্রবার জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সেশনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত দূত জন কেরিও ওই সেশনে অংশ নেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত দেশের একটি। বর্তমানে দেশটি ক্লাইমেট ভালনারেবল ফোরামের চেয়ারম্যান এবং ৫৫টি দেশের ওই ফোরামে ১৪০ কোটি লোকের বাস। কিন্তু তারা মোট কার্বন নিঃসরণে মাত্র পাঁচ শতাংশ ভূমিকা রাখে। তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে তারা এটি নিয়ন্ত্রণে রাখবে। ধনী দেশগুলো প্রতি বছর ১০ হাজার কোটি ডলার তহবিল দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পালন করবে এবং উন্নয়নশীল দেশগুলোকে ওই অর্থ দেবে। রিনিউয়েবল জ্বালানির জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রযুক্তি প্রয়োজন, সেটাও দিতে হবে।
জলবায়ু পরিবর্তনের জন্য প্রচুর মানুষ উদ্বাস্তু হচ্ছে এবং এর ফলে নিরাপত্তা সংকট হচ্ছে বলেও তিনি জানান। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পররাষ্ট্রমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ