Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

দাউদকান্দিতে গাড়ি চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জাহাঙ্গীর আলম নামে কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানায় কর্মরত ছিলেন প্রায় ৭ বছর ধরে। তার বাড়ি শেরপুর জেলায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, দায়িত্বরত অবস্থায় কোনো গাড়ির চাপায় এসআই মো. জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। গত শুক্রবার রাত ১টার দিকে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তার লাশ পাওয়া যায় বলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জহুরুল হক গতকাল শনিবার সকালে জানান, টোলপ্লাজায় যানজট সামলানো এবং নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই জাহাঙ্গীর আলম। রাত ১টার দিকে আমরা খবর পাই, টোলপ্লাজার অদূরে দাউদকান্দি ফায়ার সার্ভিস কার্যালয়ের কাছাকাছি মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আরও আগেই মারা গেছেন। ওসি জহুরুল হক আরও বলেন, লাশের সুরতহাল দেখে আমরা ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে। সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে ওসি বলেন, খুবই হাস্যোজ্জ্বল, রসিক মানুষ ছিলেন। তার এভাবে চলে যাওয়াটা বেদনাদায়ক। আমরা বিষয়টি তার পরিবারকে জানিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ