Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় গমের সাথে গাঁজা চাষ

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

কুষ্টিয়ার দৌলতপুরের বেজপুর গ্রামের মৃত আসতুল মন্ডলের ছেলে লুতফর এর বাড়ির পিছনে নিজের আবাদি ফসল গমের ভিতর গাঁজার গাছের চাষ করেছে।
এমন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে পুলিশ অভিযান পরিচালনা করে গরমে জমিতে থেকে ১০৩টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এ বিষয়ে লুৎফরের ছেলে জানান, আমার বাবাকে অনেক আগে থেকে বলেছি গমের ভিতরে থাকা গাঁজার গাছগুলো ছোট থাকতে কেটে ফেলতে কিন্তু সে আমার কথায় কর্নপাত করেনি।
এ বিষয়ে দৌলতপুর থানায় অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি লুতফুর তার আবাদি জমিতে গমের সাথে গাঁজার চাষ করেছে।
এমন সংবাদে ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা করে ১০৩টি গাঁজার গাছ ও তার কাছে থাকা ৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে মাদক আইনে থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ