Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

দ্বিখণ্ডিত যুবক

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটাপড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ফলদা গ্রামের ঘোনাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাটছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটাপড়ে দুই ভাগ হয়ে মারা যায়।
ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।


দেয়াল ধসে শিশুর মৃত্যু
শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের শরণখোলায় ভবনের দেয়াল ধসে লিজা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত শিশুটিকে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাপা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে লিজা তার দাদির সঙ্গে কয়েকদিন আগে নানা দেলোয়ার হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।
শিশুটির নানা দেলোয়ার হাওলাদার জানান, সকালে তার নাতী (লিজা) বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। খেলার ফাঁকে সে বাড়ির নির্মানাধীন ভবনের দেয়াল বেয়ে উঠতে যায়। এ সময় দেয়াল ধসে তার মাথায় পড়ে। অজ্ঞান অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে জানান।


২ ইটভাটাকে জরিমানা
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
হাইকোর্টের আদেশ ও উপজেলা প্রশাসনের ইটভাটা বন্ধের নির্দেশ উপেক্ষা করে ভাটার কার্যক্রম পরিচালনা করায় খাগড়াছড়ির দীঘিনালার পুলিন হেডম্যানপাড়ার এডিবি ও রশিকনগরের সেলিম এন্ড ব্রাদার্স ইটভাটাকে ১ লাখ টাকা করে সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এ দু’টি ইটভাটা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু নির্দেশনা অমান্য করে ব্রিকফিল্ডের কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর বিধানমতে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


২ জেলে আটক
কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা
সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ আড়পাঙ্গাশিয়া নদীর খসখশিয়া খালে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ডিমওয়ালা কাঁকড়াসহ ১টি নৌকা জব্দ করা হয়।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন ও সাতক্ষীরা স্মার্ট টিম লিডার মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন ইয়াহিয়া গাজী (২৯) ও মোহসিন খাঁ (২৬)। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসএিফ) এম.এ হাসান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ