Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক হাজতি মৃত্যু হয়েছে। তার নাম শামসুদ্দিন শেখ(২৬)। গত শুক্রবার রাতে কারাগারে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত শামসুদ্দিন চাঁদপুর সদর থানার মধ্যে ইচুলী গ্রামের শেখ বাড়ির মুক্তার শেখের পুত্র। সে রাজধানীর কাফরুল থানার দুটি হত্যা মামলার আসামী ছিলেন। নিহত শামসুদ্দিন আদালতের বিচারাধীন রায়ে হাজতি হিসেবে ২০১৮ সাল থেকে কারাগারে বন্দী ছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, শামসুদ্দিন এসকোলিয়স উইথ ব্যাক পেইন রোগে আক্রান্ত ছিলেন। তাকে গত বছরের ডিসেম্বর মাসে কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ