প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২৭ মার্চ হতে যাচ্ছে ৯৪তম অস্কার অনুষ্ঠান। তিন তলা ডলবি থিয়েটারে আসন রয়েছে ৩ হাজার ৩১৭টি। এতে আমন্ত্রিত অতিথির সংখ্যা আড়াই হাজার। করোনা মহামারীর কারণে এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আমন্ত্রিত অতিথিদের করোনা বিধি মেনেই যোগদান করতে হবে। প্রমাণ হিসেবে প্রবেশ পথে দেখাতে হবে টিকা সনদ অথবা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট।
এছাড়া অস্কার বিতরণী অনুষ্ঠানে কারা মাস্ক পরে আসবেন, কারা মাস্ক পরবেন না, ইতোমধ্যে সেটিও জানানো হয়েছে। বলে হয়েছে, মনোনীত অতিথি ও তার অতিথিদের মাস্ক পরতে হবে না। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে হবে তাদের। ডলবি থিয়েটারের মোট আসন ৩,৩১৭টি থাকলে ২,৫০০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তবে যারা অনুষ্ঠানটি পরিচালনা বা কাজের জন্য পাশাপাশি বসবেন তাদের মুখোশ পরতে হতে পারে বলে জানা গেছে।
এরইমধ্যে নানা চমক দিয়ে ঘোষণা করা হয়েছে এবারের আসরের চূড়ান্ত মনোনয়ন তালিকা। সেই সঙ্গে আবারো উপস্হাপক ফেরার ঘোষণাও দিয়েছে অস্কার কতৃর্পক্ষ। এবারের আসরে প্রথমবারের মতো তিন নারী উপস্হাপককে উপস্হাপনার চেয়ারে দেখা যাবে। তাদের মধ্যে দুই জন কৃষ্ণাঙ্গ ও একজন শ্বেতাঙ্গ। তারা হলেন আমেরিকান অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস।
উল্লেখ্য, ১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ মোট ১৭টি শাখায় দশ হাজারের বেশি সদস্য আছে তাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।