প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
কয়েক দফা মুক্তির তারিখ পেছানোর পর অবশেষে ‘শান’ সিনেমার নতুন মুক্তির ঘোষণা এলো। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ম্যানের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আসছে রোজার ঈদে মুক্তি দেওয়া হবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। অ্যাকশন থ্রিলার হওয়ায় সিনেমাটিকে ঘিরে দর্শকের রয়েছে বাড়তি আকর্ষণ, পাশাপাশি রয়েছে সিয়াম-পূজা জুটির জনপ্রিয়তা।
সিনেমাটির নির্মাতা এম রাহিম গণমাধ্যমকে বলেন, ‘বিগ বাজেটের সিনেমা শান। এটা আসলে উৎসবে মুক্তি দেয়ার মতোই একটি সিনেমা। আমরা কয়েকবার মুক্তির উদ্যোগ নিয়েও মুক্তি দিতে পারিনি। সেটা করোনার কারণে। এবার সব ঠিক থাকলে ঈদে শান মুক্তি পাবে।’
সিয়াম গণমাধ্যমকে বলেন, ‘অবশেষে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, খবরটা শুনে খুবই আনন্দিত হয়েছি। বাজেট, গল্প ও কলাকুশলী—সব মিলিয়ে ঈদে মুক্তি পাওয়ার মতোই ছবি। আমরা সব সময় চেয়েছি, এমন একটি ছবি বড় কোনো উৎসবে মুক্তি দেওয়ার। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের ইচ্ছা পূরণ হতে চলেছে। দর্শকদের অনুরোধ করছি, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন ও ভালো-মন্দ জানাবেন।’
সিয়াম-পূজা ছাড়াও ‘শান’ সিনেমাতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ।
‘শান’ সিনেমার গল্প লিখেছেন সিনেমাটির প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল, যিনি বলিউডের নামকরা অনেক সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।
উল্লেখ্য, করোনার কারণে দীর্ঘদিন আটকে থাকার পর গত মাসে (৭ জানুয়ারি) মুক্তি পাওয়ার কথা ছিল এম রাহিমের ‘শান’। ওই সময় বহুল আলোচিত ছবিটির প্রধান দুই অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরী প্রচার-প্রচারণায় অংশও নিয়েছিলেন। ঢাকাসহ সারা দেশ ‘শান’-এর পোস্টার-ব্যানারে ছেয়ে যায়। কিন্তু ওমিক্রনের প্রকোপ বেড়ে যাওয়ায় ছবিটির মুক্তি স্থগিত করে প্রযোজনা সংস্থা ফিল্মম্যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।