Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অতিরিক্ত সেশন চার্জ প্রত্যাহার করে নিল সরকারী পিসি কলেজ কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৫২ পিএম

বাগেরহাট সরকারি পিসি কলেজে অতিরিক্ত সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা প্রত্যাহার করে নিলে কলেজ কতৃপক্ষ। কোন নোটিশ ছাড়াই একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের সেশন চার্জ বাড়ালে শনিবার দুপুরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে কলেজ ক্যাম্পাসে। এরপর তাদের দাবির মুখে কলেজ কর্তৃপক্ষ অতিরিক্ত সেশন ফি প্রত্যাহার করে নেয়।
শিক্ষার্থীরা জানায় ২০২২-২৩ অর্থবছরে একাদশ শ্রেণী ভর্তিচ্ছুদের আগাম কোনো নোটিশ ছাড়াই 200 টাকা সেশন ফি বৃদ্ধি করে কলেজ কর্তৃপক্ষ। এর প্রতিবাদ জানিয়ে সকল শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে কলেজ ক্যাম্পাসে। এ দাবির মুখে কতৃপক্ষ অতিরিক্ত সেশন চার্জ প্রত্যাহার করে নেয়।
সরকারী পিসি কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুল আলম খান জানান, সরকারী নির্দেশনা মেনে সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী অত্যাবশ্যকীয় কর্মচারী এবং বাস ভাড়া বাবদ আমরা ২শ টাকা বৃদ্ধি করা হয়েছিল। বিশেষ বিবেচনায় আমরা তা প্রত্যাহার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ