বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর ভাটারা ছোলমাইদ এলাকায় মাটি কাটার কাজ করার সময় দেয়ালচাপায় সবুজ (৪৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সোলমাইদ রোড ব্যাপারী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। সবুজের বাড়ি সুনামগঞ্জ মধ্যনগর থানার নামাগাঁও গ্রামে।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া একটি কোম্পানির ম্যানেজার আবু বক্কর জানান, সবুজ মাটি কাটার কাজ করতো। সকালে নির্মাণাধীন ১০ তলা ভবনের নিচে সীমানার পাশে তারা ৮জন মাটি কাটছিল। এমন সময় হঠাৎ ছয় ফুট উচ্চতার দেয়ালটি ধসে পড়ে। এসময় এর নিচে চাপা পড়ে সবুজ। পরে সহকর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, লাশ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশকে জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।