প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি দীর্ঘ ২৫ বছর পুলিশে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন দর্শকপ্রিয় অভিনেতা ডি এ তায়েব। একসঙ্গে দুই মাধ্যমে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ায় তিনি এই স্বেচ্ছাঅবসরে যান। ডি এ তায়েব বলেন, স্বেচ্ছায় অবসরে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে কাজ করি। দায়িত্ববান মানুষ হিসেবে কাজে ছাড় দেয়া আমার একদমই পছন্দ না। দীর্ঘদিনের চাকরি জীবনে অভিনয়ের জন্য যথেষ্ট সাপোর্ট দিয়েছে আমার ডিপার্টমেন্ট। এদিকে অভিনয়ে আমার ব্যস্ততা বাড়ছে। আবার একই সঙ্গে চাকরিতেও দায়িত্ব বেড়েছে। একসঙ্গে গুরুত্বপূর্ণ দুটি কাজ সঠিকভাবে সামাল দেয়া আমার পক্ষে সম্ভব নয়। একজন দায়িত্ববান মানুষ হিসেবে এক জায়গায় ঘাটতি রেখে অন্য জায়গায় কাজ করা আমার কাছে সঠিক বলে মনে হয় না। তাই স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটা আমার জন্য কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কারণ, আমি মনে প্রাণে একজন পুলিশ অফিসার। রাষ্ট্রের দায়িত্ব ও মানুষের সেবা করা আমার দায়িত্ব। আবার অভিনয়টাও আমার কাছে মানুষের সেবা করার মতো। এখানে অসংখ্য ভক্ত-অনুরাগীর ভালোবাসা পেয়েছি, পাচ্ছি। তাই এ মাধ্যমে আরও বেশি সময় দেয়ার জন্য চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, এখন আমি সিনেমার কাজ বেশি করছি। সিনেমা মানেই বড় টিম নিয়ে কাজ করা। শুটিংয়ের জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যেতে হয়। কখনো দীর্ঘ সময় ঢাকার বাইরে থাকতে হয়। পুলিশে চাকরি করে তো দীর্ঘদিন বাইরে থাকা সম্ভব নয়। তাই চাকরির প্রতি দায়বদ্ধতা থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, একটা সময় তো আমাকে অবসরে নিতেই হতো। তবে অবসর নিলেও একজন গর্বিত অফিসার হিসেবে ডিপার্টমেন্টের সঙ্গে আমার ভালো স¤পর্ক বজায় থাকবে। সেখানে সিনিয়র-জুনিয়র সবাই আমাকে ভালোবাসেন। আমিও তাদের ভালোবাসি, শ্রদ্ধা করি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।