Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চুকে নিয়ে তানভীর তারেকের গ্রন্থ স্মৃতিদহন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রথম কোনো গ্রন্থ প্রকাশিত হয়েছে। অনিন্দ্য প্রকাশ-এর ব্যানারে গ্রন্থটি রচনা করেছেন তানভীর তারেক। তানভীর তারেক বলেন,‘বাচ্চু ভাইয়ের সাথে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক, তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। সেই সম্পর্কের দীর্ঘ পথপরিক্রমায় তার প্রতি মোহগ্রস্ত হওয়অ, মান-অভিমান, মায়ায় জড়ানো, কৃতজ্ঞতায় আবদ্ধ হওয়ার অবলোকনই আমি বইয়ে প্রকাশ করার চেষ্টা করেছি। ‘স্মৃতিদহন’ বইটিতে আমার নেয়া বাচ্চু ভাইয়ের প্রায় অর্ধশত ইন্টারভিউয়ের কোনোটিই গ্রন্থিত করিনি। কারণ এসব ইন্টারভিউতে তৎকালীন বিভিন্ন বিষয় নিয়ে মতামত ছিল। যা আগামী প্রজন্মের পাঠকের কাছে খটকা লাগতে পারে। তাই তাকে কাছ থেকে দেখা এবং মেশার যে স্মৃতি সেসবই গ্রন্থটিতে গ্রন্থিত হয়েছে। তার চলে যাবার পরদিন থেকে তাকে ঘিরে নানা স্মৃতি, আক্ষেপ আর ভালবাসার অনুরণন প্রকাশ করেছি। আইয়ুব বাচ্চু’র সববয়সী ভক্তরা যেন এই বইয়ের প্রতিটি অংশে নিজেদের সাথে আইয়ুব বাচ্চুকে সম্পর্কিত করতে পারেন, সেই চেষ্টাটাই করেছি। এই গ্রন্থের ভূমিকায় আইয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা লিখেছেন, ‘তানভীর তারেক- তার এই বইটিতে আইয়ুব বাচ্চুকে দেখা, তার সাথে কাটানো সময় ও গানের কাজ মিলিয়ে আবেগঘন কিছু স্মৃতিগল্প লিখেছেন। যা পড়ে আমারও মাঝে মাঝে ঐসব দৃশ্যকল্প, সমকালীন মানুষটাকে মনে পড়েছে বারবার। আমি জানি, তাঁর অগনিত ভক্তরাও একইভাবে, এই লেখাগুলো পড়ে স্মৃতির সাথে, আইয়ুব বাচ্চুর সাথে হাঁটবেন অনেকক্ষণ। দারুণ সুখ পাঠ্য এই স্মৃতিগদ্য ভবিষ্যতে আইয়ুব বাচ্চুর জীবনী বা তাঁকে নিয়ে যে কোনো গবেষণার কাজে দারুণ এক রেফারেন্স হয়ে থাকবে। গ্রন্থটিতে লেখকের সাথে আইয়ুব বাচ্চুর ২২ বছরের সম্পর্কে নানা খতিয়ানে উঠে এসেছে তৎকালীন মিউজিক ইন্ডাস্ট্রির বিভিন্ন দিক। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু। বিভিন্ন পরিচ্ছদের অলংকরণ করেছেন মোরশেদ মিশু। বইটি একুশে বইমেলার অনিন্দ্য প্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। একই সাথে রকমারিসহ বিভিন্ন অনলাইন শপে পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ