Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেহা ধুপিয়াও ‘রোডিজ’ উপস্থাপনা ছাড়লেন

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রণবিজয় সিংহ’র উপস্থাপনা ছাড়ার পর নেহ ধুপিয়া জানিয়ে দিয়েছেন তিনি এমটিভির ‘রোডিজ’ অনুষ্ঠানে গ্যাং লিডার ও মেন্টর হিসেবে থাকবেন না। ২০১৬ সাল থেকে তিনি ‘রোডিজ’-এর অংশ হিসেবে আছেন আসন্ন সিজনে আর থাকছেন না। নেহার ম্যানেজার বলেছেন, নেহা এই বছরের ‘রোডিজ’-এ থাকবেন না। এই মুহূর্তে এটুকউই শুধু জানান হচ্ছে। এক সূত্র বলেছে, ‘রণবিজয়ের সঙ্গে কোনও সমস্যা নেই । চ্যানেল তাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করতে আগ্রহী। অনুষ্ঠানের ফরম্যাট অনেক বদলেছে তাই নিয়ম ও জাজ ও মেন্টর বদলাতে হচ্ছে।’ এই কয়েকদিন আগে রণবিজয় অনুষ্ঠানটি ছাড়ার ঘোষণা দেন। তারপরই সোনু সুদ তার স্থলাভিষিক্ত হন। রণবিজয় ১৬ বছর অনুষ্ঠানটির সঙ্গে ছিলেন। গুজব রটেছে প্রডাকশন হাউসের সঙ্গে সমস্যার কারণে তিনি অনুষ্ঠানটি ছেড়েছেন, তবে তিনি এমন গুজব অস্বীকার করেছেন। সোনু সুদ হবেন এই সিজনের একমাত্র মেন্টর-উপস্থাপক। গ্যাঙ লিডারের পদটিও বাদ দেয়া হয়েছে, তাদে নেহাকে আর দেখা যাবে না। ধারণা করা হচ্ছে প্রিন্স নারুলাকেও অনুষ্ঠানে আর দেখা যাবে না। চলতি সপ্তাহেই এই মৌসুমের কাজ দক্ষিণ আফ্রিকায় শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ