Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বব মার্লির ভূমিকায় কিংসলি বেন-আডির

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

প্যারামাউন্ট পিকচার্স রেগে সঙ্গীত কিংবদন্তী বব মার্লির জীবন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে। বায়োপিকটিতে মার্লির ভূমিকায় অভিনয় করবেন কিংসলি বেন-আডির। হলিউড রিপোর্টার জানিয়েছে ‘কিং রিচার্ড’ ফিল্মের পরিচালক রাইনাল্ডো মার্কাস গ্রিন প্যারামাউন্টের প্রযোজনায় ফিল্মটি পরিচালনা করবেন। একই সূত্র জানিয়েছে ‘ওয়ান নাইট ইন মায়ামি’খ্যাত বেন-আডির ‘গেট আপ, স্ট্যান্ড আপ’, ওয়ান লাভ’, নো ওম্যান, নো ক্রাই’ এবং অন্য আরও অনেক গানের জন্য খ্যাত গায়কের ভূমিকায় অভিনয় করবেন। ‘কিং রিচার্ড’-এর জন্য অস্কার মনোনীত য্যাক বেলিন মার্লির বায়োপিকের চিত্রনাট্য লিখবেন। মার্লির স্ত্রী এবং গায়কের ওয়েলার্স ব্যান্ডের গায়িকা রিটা মার্লি, ছেলে জিগি মার্লি, কন্যা সেডেলা মার্লি টাফ গংয়ের হয়ে ফিইল্মটি প্রযোজনা করবেন। তাদের সঙ্গে প্রযোজক হিসেব থাকবেন রবার্ট টাইটেল। সারা বিশ্বে শ্রোতাপ্রিয় গায়ক ১৯৮১ সালে ৩৬ বছর বয়সে ক্যান্সারে মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ