Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

৪ হরিণ শিকারি আটক

কয়রা (খুলনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫শ’ পিস হরিণ ধরার ফাঁদ, ৩টি নৌকাসহ ৪ হরিণ শিকারিকে আটক করেছে। এ সময় তাদের নিকট থেকে হরিণ ধরার অন্যান্য সরঞ্জাম উদ্ধর করা হয়। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যারাত ৭টার দিকে সুন্দরবনের মুড়ুলি কুরুলি খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের কোহিনুর ইসলাম (২৭) আমিনুল রহমান (২৮) আহসান দুলাল (২৬) ও হেলাল গাজী (২৫)। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা হয়েছে। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ