Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরবাড়ি পুড়ে ছাই

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়াগজ গ্রামের জমিরুল ইসলাম ডোলোর বাড়িতে রাতে আগুনে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। জানা যায়, গত বৃহস্পতিবার দিনগত রাত ১১টায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঘুম থেকে জেগে আগুনের লেলিহান শিখা দেখে স্ত্রী ও সন্তান নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসলেও বাড়ির কোন কিছু রক্ষা করতে পারেনি তারা। পরে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও কোন কিছু রক্ষা করতে পারেনি। এতে করে দুইটি গরু, দুইটি ছাগল, ত্রিশটি মুরগি,পনের মন ধান, দশমণ গম, আশি হাজার নগদ টাকা ও বাড়ির সকল আসবাব পত্রসহ চার রুমের ঘর পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক জমিরুল ইসলাম ডোলো প্রশাসন ও সমাজের বিত্তবানদের নিকট সহযোগিতা প্রত্যাশা করেন। উপজেলা নির্বাহী অফিসার সোহান চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা পরিষদ হতে সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ