Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমবায় সমিতির পুনর্মিলনী

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ঢাকার ধামরাইয়ে সরকারি চাকরিজীবী সমবায় সমিতির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আশুলিয়ার নন্দনপার্কে সমিতির সকল সদস্যদের পরিবার নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এসময় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুনর্মিলনী অনুষ্ঠানে ধামরাই সরকারি চাকরিজীবী সমবায় সমিতির লিঃ এর সভাপতি এসবি (ঢাকা) অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, এই সমিতির মাধ্যমে আমরা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকি। করোনার সময় আমরা বিভন্ন সাহায্য সহযোগিতা করেছি। অসহায় সাংবাদিকের পাশে থেকে তাকে সহযোগিতা করেছি। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এ সময় বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আওলাদ হোসেন, সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন, স্কুল শিক্ষক মীর শফিকুল আলম শিহাব, রাজীব হোসেনসহ সমিতির সকল সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ