Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

বাঞ্ছারামপুরে আগুনে শিশুর মৃত্যু

৮ দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অগ্নিকান্ডের ঘটনায় হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে প্রায় আটটি দোকান পুড়ে কোটির টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের জামাল মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে। বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমর্কতা রাজু আহমদে জানান, দুপুরের দিকে জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হয়ে আগুণের সূত্রপাত হয়। এ সময় আগুন আশপাশরে দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ৮টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেড় ঘন্টা প্রচেষ্টা চালানোর পর বিকেলের দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন, এ সময় অগ্নিকান্ডে দুই শিশুসহ ৪ জন আহত হয়। তার মধ্যে হাসান নামের এক শিশু ৮০ শতাংশ দগ্ধ হওয়া সে মারা যায় এবং জাহিদুল হাসান (১০) ঢাকার বার্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ