রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের এক নেতাকে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। পুলিশ গত বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে প্রেরণ করে।
মামলার বিবরনে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি ওই তরুণীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুণির পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। পরে পুলিশ গত বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে ছাত্রলীগ নেতা নাইম কাজীকে গ্রেফতার করে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে গতকাল শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।