রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্কুলছাত্রের আত্মহত্যা
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার অতুল সাহার ছেলে অঙ্কন সাহা (১২) নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাত্রটিকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় ভৃঙ্গরাজ তালেবাদ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউপি সদস্য মো. উজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক স্কুলছাত্র ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনেছি, তবে এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি।
অবহিতকরণ সভা
ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা
কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদার করণের জন্য উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচি সিডিসি-এর আয়োজনে এবং এ্যাসেন্ড’র সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, রক্তশূন্যতা, ওজন কমে যাওয়া, পেট ফুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস। প্রধান আলোচক ছিলেন কালাজ্বর নির্মূল কর্মসূচির সিডিসি ড. শাহাদত হোসেন। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান। এন্টোমলজিস্ট সার্জিক্যাল বিশেষজ্ঞ মোনালিসা মিম বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন এএসসিইএনডি’র ক্রাউন এজেন্টের ডাটা ম্যানেজার ড. মিজানুর রহমান।
কৃষকের লাশ উদ্ধার
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে আজাহার আলী আকন নামে এক কৃষককের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার পুটিয়াখালি গ্রামের খালের পাশে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আজাহার আলী আকন পুটিয়াখালি গ্রামের মৃত কাছেম আলী আকনের ছেলে।
পুলিশ জানায়, নিহতের ছেলে সাইফুল ইসলাম শাহিনের শ^শুর বাড়ির আত্মীয়স্বজন শুক্রবার তাদের বাড়িতে বেড়াতে আসার কথা। পরিবারের লোকজন গত বৃহস্পতিবার রাতে আয়োজন নিয়ে ব্যস্ত ছিলো। শেষ রাতে আজাহার আলী আকনকে ঘরে দেখতে না পেয়ে খোঁজখুজি করে স্বজনরা। পরে বাড়ির কাছাকাছি খালের পাশে একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
ড্রেজার মালিককে জরিমানা
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচ ড্রেজার ও বাল্কহেড মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
এনডিসি মো. বশির গাজী জানান, নদী ভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়। নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নতুন ইউপি সদস্যদের শপথ
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা
সোনাইমুড়ী উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন মিলনায়তনে উপজেলার ১০ ইউপি’র সংরক্ষিত ৩০ ও সাধারণ আসনের ৯০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা নাজনীন তৃষা, থানার ওসি হারুন অর রশীদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুল, নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ, উপজেলা আ.লীগ সভাপতি মুমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, সহ-সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন, ১০ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, রাজনীতিবীদ ও ইউপি সদস্যগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।