Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সুবর্নচরে ডাকাত সন্দেহে ৩জনতে গণপিটুনি, অস্ত্র-গুলিসহ পুলিশে সোপর্দ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৯ পিএম

সুবর্নচরে ডাকাত সন্দেহে তিনজনেক গণপিটুনি দিয়ে অস্ত্র ও গুলিসহ পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাব আলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোরে হানিফ মাঝির বাড়ির সামনে থেকে তাদের আটক করে এলাকাবাসী। আটককৃত ডাকাতরা হলো, চরজুবলি ইউনিয়নের চরব্যাগা এলাকার মৃত মোস্তফার পুত্র সাইফুল (২৭), একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের হোরনের পুত্র রুবেল (২৭) ও আবু তাহেরের ছেলে মোমিন (২৩)।

জানান গেছে, ৮/১০জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, বিষয়টি টের পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তাদেল ধাওয়া করে তিনজনেক আটক করে। অপর ডাকাতরা পালিয়ে যায়। এরপর আটককৃক তিনজনকেগনপিটুনি দেয় স্থানীয়রা। ডাকাতদের ফেলা দেয়া এশটি ব্যাগ থেকে ১টি এক নলা বন্দুক, ৪রাউন্ড গুলি ও ২টি রামদা উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌছে অস্ত্রসহ ডাকাতদের থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ