Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মুনফল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৯ এএম

রোল্যান্ড এমারিক পরিচালিত সাইফাই-থ্রিলার ফিল্ম। ‘স্টারগেট’ (১৯৯৪), ‘ইন্ডিপেনডেন্স ডে’ (১৯৯৬), ‘গডজিলা’ (১৯৯৮), ‘দ্য প্যাট্রিয়ট’ (২০০০), ‘ডে আফটার টুমরো’(২০০৪), ‘টেন থাউজ্যান্ড বিসি’(২০০৮), ‘টোয়েন্টি টুয়েল্ভ’(২০০৯), ‘হোয়াইট হাউস ডাউন’ (২০১১), ‘অ্যানোনিমাস’(২০১৩), ‘স্টোনওয়াল’ (২০১৫),‘ইন্ডিপেনডেন্স ডে : রিসারজেন্স’ (২০১৬) এবং ‘মিডওয়ে’ (২০১৯) এমারিক পরিচালিত ফিল্ম। এক রহস্যময় মহাজাগতির শক্তি চাঁদকে কক্ষচ্যুত করলে তা পৃথিবীর সঙ্গে সংঘর্ষের পথে এসে পড়ে। এর ফলে পৃথিবী আর মানব সভ্যতা বিলুপ্তির মুখে পড়ে। কিন্তু এই বিষয়টি প্রথম যার নজরে আসে তাকে প্রথমে কেই বিশ্বাস করতে পারে না। নাসার নির্বাহী এবং সাবেক নভোচারী জো ফাউলার (হ্যালি বেরি) বিষয়টিকে গ্রহণযোগ্য হিসেবে ধরে নেয়, সে জানায় এই মহাবিপর্যয়ের উপায় তার হাতে আছে। তার দলে যোগ দেয় তার একসময়ের সহযোগী নভোচারী ব্রায়ান হার্পার (প্যাট্রিক উইলসন) এবং কন্সপিরেসি থিয়োরিস্ট কে. সি. হ্যাসম্যান (জন ব্র্যাডলি)। তারা এক মহাশূন্য মিশনে বের হয় প্রথমেই আবিষ্কার করে চাঁদকে সবাই যা ভেবে এসেছে সেটি ঠিক তা নয়।

১. মুনফল। ২. ডেথ অন দ্য নাইল। ৩. মেরি মি। ৪. জ্যাকঅ্যাস ফরেভার। ৫. সিং টু

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ