Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার লাস ভেগাসে জেমসের কনসার্ট

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৭ পিএম

এবার বিশ্বের প্রধানতম বিনোদনের শহর লাস ভেগাসে যাচ্ছেন বাংলার নগর বাউল জেমস। ১ থেকে ৩ জুলাই সেখানে বঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ইতোমধ্যে এর শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আয়োজকরা জানিয়েছেন এবারের বঙ্গ সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলা সংগীতের অন্যতম তারকা জেমস। অংশ নেবেন কনসার্টে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিনও।

এদিকে বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন বলেন, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবক’টি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শোসহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় ১০০ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এই বাংলা ভাষাভাষী সম্মেলন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ