Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

নিকলী ( কিশোরগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৫:২৪ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া, কারপাশা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ২৬ টি ঘর নির্মাণের অগ্রগতি দেখতে আজ ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩ টায় পরিদর্শনে আসেন, এ সময় নানশ্রী গ্রামে ফুলেল তোরা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাও উপজেলা চেয়ারম্যান কিশোরগঞ্জের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামীম আলমকে বরন করেন। পরিদর্শন করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জন মানুষের নেতা জনাব এ,এম,রুহুল কুদ্দুস ভুঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু হাসান, এল,জিডির কর্মকর্তাও অন্যান্য ইঞ্জিনিয়ার গন, কাজের মান নিয়ে জেলা প্রশাসককে প্রশ্ন করা হলে তিনি বলেন, সরকারের দেয়া এ প্রকল্পটি সুন্দর ভাবে বাস্ত বায়নের জন্য আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। এতে যাদের ঘরবাড়ি নেই তারা এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। কাজের মান নিয়ে কোন অভিযোগ উঠেনি। নিকলী উপজেলার সমস্ত প্রকল্প আমি পরিদর্শন করেছি। আশ্রয়ন প্রকল্পের আরো কিছু ঘর নির্মান হবে সেগুলো সবাইকে নিয়ে ভালো ভাবে করার জন্য আমরা কাজ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ