Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি খাল থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। রাফি খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়ার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এ বি এম আনসারুল্লাহর মেয়ে। তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বড় বোনের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান রাফি। সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট ও প্রাথমিক তদন্তে মনে হয়েছে তিনি পানিতে ডুবে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
এদিকে নগরীর পাঁচলাইশ এশিয়ান হাউজিং সোসাইটির একটি বাসা থেকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ইয়াসমিন চৌধুরী শামীম (২০) নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ইয়াসমিন সাতকানিয়ার দেওদীঘির এওচিয়া গ্রামের আইয়ুব আলী চৌধুরীর মেয়ে। তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। তিনি চার বছর যাবত সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ