বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশি হামলার ১ মাস পূর্তি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় দিবসে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের দেয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ভিসি বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘অতি শীঘ্রই সমস্ত দাবির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া হবে’ শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় আপাতত আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, আমাদের শরীরে লাঠি, বুলেট, বোমার সকল আঘাত, জখম, ঝরা রক্ত আমাদের মনে অক্ষয় শক্তির যোগান দিয়ে অঙ্গার হয়ে জ্বলছে। ফরিদদের পতন না হলে এই অঙ্গার অপ্রতিরোধ্য দাবানলে পরিণত হবে। শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদিন ১৬ জানুয়ারিকে ‘ভয়াল’ ১৬ বলে উল্লেখ করে বলেন, গত ১৬ জানুয়ারির ভয়াল ঘটনার ১ মাস পূর্তিতে আমরা শাবিপ্রবি শিক্ষার্থীরা বলতে চাই, আমরা কিছুই ভুলিনি।
গত ১৪ ফেব্রæয়ারি বিশ^বিদ্যালয় দিবসে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করি নাই ভবিষ্যতেও করবো না, আমরা ন্যায় ও সত্যের পথে থাকবো। আজকে আপনারা দেখতে পেয়েছেন সত্য এবং ন্যায় বিজয়ী হয়েছে, সত্য এবং ন্যায় আজকে টিকে আছে। মিথ্যা আজকে পরাভ‚ত হয়েছে। ভিসির এমন বক্তব্যকে নির্লজ্জ মিথ্যাচার ও মনগড়া বক্তব্য বলে দাবি করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে মোহাইমিনুল বাশার রাজ ও শাহরিয়ার আবেদিন বলেন, আপনার তো পদত্যাগ করার সৎসাহস নেই। তাই এখন অবশ্যম্ভাবী পদচ্যুতির আগে যত্রতত্র আপনার স্বভাবসুলভ মিথ্যার পসরা সাজিয়ে বসবেন না। তারা বলেন, দাবি মেনে নেয়ার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এমন সুস্পষ্ট আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে বলে ভিসি যদি ভেবে থাকেন যে তিনি যা ইচ্ছা তাই বলতে পারবেন তবে বিরাট ভুল করছেন। সমস্ত বাধা-বিপত্তি, ভয়-ডর উপেক্ষা করে শিক্ষার্থীরা মাসব্যাপী যে অভ‚তপূর্ব আন্দোলন চালিয়েছে তার যৌক্তিকতা, ন্যায্যতা ও নৈতিক ভিত্তি সারা দেশে সর্বজনস্বীকৃত। এছাড়া বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলরকে অবিলম্বে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদের অপসারণ নিশ্চিত করার আবেদন জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।