Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বা‌গেরহা‌টে ভূয়া পু‌লিশ সদস‌্য আটক

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩৫ পিএম

বাগেরহাটে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে পারভেজ আল মামুন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পুলিশের ব্যাগ, একটি রেইন কোর্ট, পুলিশের মনোগ্রামযুক্ত মাস্ক, একটি ল্যাপটপ, একটি মোটরসাইকেল, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, খেলনা পিস্তল ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জেলা গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। বুধবার দুপুরে বা‌গেরহা‌টের পু‌লিশ সুপার প্রেস ব্রিফিং এ এই তথ‌্য জানান।
পারভেজ আল মামুন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার এসএ আব্দুল্লাহর ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে পুলিশ পরিচয়ে প্রতারণা করে আসছিল।

পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ পুলিশ পরিচয়ে প্রতারণা ও অপকর্মের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ