Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কামাল আমরোহি-মিনা কুমারীর প্রেম নিয়ে সিরিজ নির্মিত হবে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বলিউডের স্বর্ণযুগের দক্ষ চলচ্চিত্র নির্মাতা কামাল আমরোহির নাতি বিলাল আমরোহি তার দাদার সঙ্গে কিংবদন্তী অভিনেত্রী মিনা কুমারীর (মেহজাবিন বানু) প্রেমকাহিনী নিয়ে একটি সিরিজ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন। ‘পাকিজা’ (১৯৭২) ফিল্মটি নির্মাণ প্রক্রিয়ার দীর্ঘ ১৬ বছর তাদের প্রেম আলোচনায় ছিল। সিরিজের বিষয়ে বিলাল বলেন, দাদার দৃষ্টিভঙ্গিতে সিরিজ নির্মাণ কঠিন হবে। তার নিরলস পারফেকশনিজমের গল্প আমি ছোট বেলা থেকেই শুনে এসেছি। তিনি সেটের ডিজাইন নিখুঁত করার জন্য যা করার না তাই করতেন। বেলজিয়াম থেকে ঝাড়বাতি আনিয়েছিলেন, কারপেটের জন্য সেই আমলে লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন। সেই সময় দেড় কোটি রুপি ব্যয় হয়েছিল। তার চেয়ে বড় হল দাদা জীবনের ১৬ বছর এই ফিল্মে বিনিয়োগ করেছিলেন। ইউডলি ফিল্মসের ব্যানারে সিরিজটি নির্মিত হবে। এটি সারেগামা ইন্ডিয়া লি.-এর নির্মাণ শাখা। সারেগামার এমডি বিক্রম মেহরা বলেন, ‘পাকিজা’ নির্মাণের গল্প এক দুঃসাহস আর অহঙ্কারের প্রতিফলন। ইউডলি এর নির্মাণের পরিপ্রম দুর্দশা তুলে ধরবে। এটি হবে আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই সিরিজের মাধ্যমে সারেগামার সমৃদ্ধ সঙ্গীতকে সমন্বিত করা হবে। ইউডলি ফিল্মস অচিরেই সিরিজের পরিচালক ও কাস্ট ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সালে সিরিজটি ফ্লোরে যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ