প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সঙ্গীতশিল্পী ইমরান ও কণা। ‘বিশ^ সুন্দরী’ সিনেমায় কবির বকুলের লেখা ইমরানের সুর সঙ্গীতে ‘তুই কী আমার হবিরে’) গানের জন্য এই পুরস্কার পেয়েছেন তারা। কণা বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার এই অনুভ‚তি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা সিনেমায় প্লেব্যাক করি, তাদের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় স্বীকৃতিটাই সর্বোচ্চ স্বীকৃতি শিল্পীদের ক্ষেত্রে। আমি আর ইমরান একই সিনেমার একই গানের জন্য এ পুরস্কার পেয়েছি। ইমরানের জন্যও আমি আনন্দিত, সে একসঙ্গে সেরা গায়ক এবং সেরা সুরকার হিসেবে সম্মাননা পেয়েছে। ইমরান বলেন, ‘দেশের নাগরিক হিসেবে জাতীয় স্বীকৃতি একটি বিশাল ব্যাপার। এতো অল্প বয়সে একই সঙ্গে দু’টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমি কৃতজ্ঞ যারা আমাকে নির্বাচিত করেছেন। উল্লেখ্য, কণা ও ইমরান প্রথম একসঙ্গে প্লেব্যাক করেন শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমায়। কণা প্রথম প্লে-ব্যাক করেন জুম্মন কসাই সিনেমায়, ইমরান করেন ‘ভালোবাসার লাল গোলাপ সিনেমায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।