বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন নির্বাচনে ৩টি ভোট কেন্দ্রের ভোট পুনঃ গননা আবারো স্থগিত করা হয়েছে। নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নালের এক লিখিত আবেদনের পরিপেক্ষিতে এই পুনঃ গননা কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই ভোট পুনঃ গননা কার্যক্রমকে ঘিরে আজ বুধবার কোনাখোলা উপজেলা সদরে ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা নেয়া হয়। মোতায়েন করা হয় শতাধিক পুলিশ, র্যাবসহ অন্যান্য আইন শৃংখলা বাহিনী।
জানা যায় গত ২৮ নভেম্বর হযরতপুর ইউপি নির্বাচনে লংকারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল নিয়ে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নাল ও ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা উদ্দিনের ভোটের ফলাফল শীট নিয়ে জটিলতা দেখা দেয়। ১২টি ভোট কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নাল দাবী করেন তিনি ৪৬ ভোটে এগিয়ে আছেন। অপরদিকে ঘোড়া প্রতিকের প্রার্থী মোঃ আলা উদ্দিন দাবী করেন তিনি ১২টি কেন্দ্রের ফলাফলে ১৫৮ ভোটে এগিয়ে আছেন।এ অবস্থায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস ফলাফল স্থগিত রাখেন। পরবর্তীতে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা উদ্দীন লংকার চর সরকারী প্রাথমিক বিদ্যাল ভোট কেন্দ্রের ভোট পুনঃ গননা ও ফলাফল ঘোষনার দাবীতে একটি রীট পিটিশন দায়ের করেন। কিন্তু মহামান্য হাইকোর্টের কোন আদেশ নির্বাচন কমিশন পায়নি। শুধুমাত্র একটি উকিল সার্টিফিকেটের ভিত্তিতে তারা হযরতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, চরজগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট পুনঃ গননার আদেশ দেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তাকে প্রধান করে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটি উপজেলা পরিষদ সভা কক্ষে লংকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সাথে সম্পৃক্ত সকলের সাথে গণশুনানী করেন। গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, র্যাব, বিজিপি, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সকলের সাক্ষাৎকার গ্রহণ করেন। পরবর্তীতে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নাল নির্বাচন কমিশনের ভোট পুনঃ গণনার আদেশ চেলেঞ্জ করে মহামান্য হাইকোর্টে একটি রীট পিটিশন দায়ের করেন (রীট পিটিশন নম্বর: ৮১৯/২০২২)। মহামান্য হাইকোর্ট বিভাগ রীট পিটিশনের আদেশে নির্বাচন কমিশনের ভোট পুনঃ গণনার আদেশকে ৩ মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন হাইকোর্টের আদেশকে আপিল বিভাগে আবেদন করেন এবং আপিল বিভাগ হাইকোর্টের আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন।
এরপর নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নাল আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে শুনানীর জন্য আবেদন করলে ২০ ফেব্রুয়ারী তারিখ শুনানীর জন্য রাখার আদেশ দেন। কিন্তু নির্বাচন কমিশন বিদায় নেয়ার শেষ মূহুর্তে এক দিনের মধ্যে তরিঘরি করে ভোট পুনঃ গণনা করে কমিশনে পাঠানোর জন্য ১৩ ফেব্রুয়ারী তারিখ রির্টানিং অফিসারকে নির্দেশ দেন। রির্টানিং অফিসার তার বাবা মারা যাওয়ার কারণে ছুটিতে থাকায় কমিশনের কাছে সময় চাইলে কমিশন এক দিনের সময় দেয়। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের বিদায় হওয়ার পরেও অদৃশ্য চাপে রির্টানিং অফিসার ১৫ ফেব্রুয়ারী মাত্র কয়েক ঘন্টার নোটিশে প্রিজাইডিং অফিসার, প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিত থাকার নির্দেশ দেন। একজন প্রিজাইডিং অফিসার করোনা পজেটিভ থাকায় ও অন্যজন অসুস্থ থাকায় তারা ছুটিতে রয়েছেন। অন্যদিকে মহামান্য আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চে ২০ফেব্রুয়ারী শুনানী রয়েছে মর্মে মোঃ আনোয়ার হোসেন আয়নালের আইনজীবির প্রত্যায়ন পত্র প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, জেলা প্রশাসক, ঢাকা, উপজেলা নির্বাহী অফিসার, কেরাণীগঞ্জ, ঢাকা ও রির্টানিং অফিসার, হযরতপুর ইউনিয়ন প্রত্যেকের কাছে পৌছে দেয়া হয়। কিন্তুতারা তা আমলে না নিয়ে অদৃশ্য শক্তির ইশারায় ভোট পুনঃ গণনার জন্য ব্যাকুল হয়ে পড়ে। মাত্র কয়েক ঘন্টা নোটিশে প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত হতে না পারায় রির্টানিং অফিসার অবৈধভাবে উপজেলা পরিষদের ৩ জন কর্মকর্তাকে প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট পুনঃ গণনার জন্য নিয়োগ দেন। কিন্তু ঐ কর্মকর্তাগণ মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি সম্মান দেখিয়ে এ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এছাড়া নৌকা প্রতিকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন আয়নাল পূর্বেদায়িত্ব পালন করা প্রিজাইডিং অফিসারদের অনুপস্থিতিতে ভোট পুনঃ গণনায় রির্টানিং অফিসার বরাবর ভোট পুনঃ গণনায় লিখিত আপত্তি জানান। এতে তিন কেন্দ্রের ভোট পুনঃ গননার কার্যক্রম স্থগিত হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।