Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য বৃহস্পতিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৩ পিএম

লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চির বিদায় নিলেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাপ্পী লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হবে।

একই সঙ্গে জানানো হয়, বাপ্পী লাহিড়ীর একমাত্র পুত্র বাপ্পা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে ভারতে এসে পৌঁছাবেন তিনি। তারপরই মুম্বাইয়ের পবন হংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বাপ্পী লাহিড়ীর।

আনুষ্ঠানিক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমাদের কাছে এটা চরম শোকের একটা মুহূর্ত। আমাদের প্রিয় বাপ্পীদা আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিয়েছেন। তার আত্মার জন্য প্রার্থনা করুন।

গত মাসে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বাপ্পি লাহিড়িকে। এরপর অল্প কিছু সময়ের জন্য বাড়ি ফিরেছিলেন বাপ্পীদা। কিন্তু মঙ্গলবার দুপুরে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে, তড়িঘড়ি ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দীপক নমজোশি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বাপ্পীদা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং বুকে সংক্রমণে ভুগছিলেন। একটানা ২৯দিন এই নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে সুস্থ হয়ে ১৫ই ফেব্রুয়ারি বাড়ি ফেরেন শিল্পী। কিন্তু বাড়িতে একদিন থাকবার পরেই ওনার শারীরিক পরিস্থিতি ফের বিগড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফের হাসপাতালে আনা হয়েছিল, তবে এবার আর শেষরক্ষা হল না। রাত ১১.৪৫ মিনিটে মৃত্যু হয় তার। গত বছর উনি করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকেই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ভুগছিলেন তিনি।

১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব বাঙালি সংগীতশিল্পী দাপটের সঙ্গে কাজ করেছেন, তাঁদের মধ্যে একদম ওপরের সারিতে থাকবেন বাপ্পি লাহিড়ি।

নভেম্বর মাসে ‘সারেগামাপা’র মঞ্চে হাজির হয়েছিলেন বাপ্পী লাহিড়ী। শেষবার তিনি প্রকাশ্যে আসেন সালমান খানের ‘বিগ বস’ ১৫-র মঞ্চে। নাতি স্বস্তিকের গান ‘বাচ্চা পার্টি’র প্রচারে সেখানে পৌঁছেছিলেন বাপ্পি লাহিড়ি। তার মৃত্যুতে শোকের ছায়া সংগীত জগতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ