Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

এপিক হেলথ কেয়ারে ৪ ঘন্টায় বিদেশযাত্রীদের করোনার রিপোর্ট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৬:২৫ পিএম

চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারে শুরু হয়েছে বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা। এ ল্যাবে করোনা পরীক্ষার রিপোর্ট ৪ থেকে সর্বোচ্চ ৬ ঘন্টার মধ্যে দেওয়া যাবে বলে দাবি করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বুধবার পাঁচলাইশে এপিক হেলথ কেয়ারের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এপিক হেলথ কেয়ারের চিফ অপারেটিং অফিসার ডা. মো. এনামুল হক। সাধারণ সময়ে ৪ থেকে ৬ ঘণ্টার মধ্যে করোনা রিপোর্ট দেওয়া যাবে। তবে অতি জরুরি হলে ২ ঘণ্টায় রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলাপমেন্ট বিভাগের পরিচালক মো. জসীম উদ্দীন, ল্যাব ডিরেক্টর ও ডেপুটি জেনারেল ম্যানেজার ডা. সাইফুদ্দীন মো. খালেদ, ম্যানেজার অপারেশন ডা. হামিদ হোসেন আজাদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ